বাংলাদেশ হকি দল এশিয়া কাপে লড়তে থাইল্যান্ড গেল
স্পোর্টস ডেস্ক
ছবি সংগৃহীত
থাইল্যান্ডের চুনবুঁড়িতে অনুষ্ঠিত ইনডোর এশিয়া কাপের অষ্টম আসরে অংশগ্রহণ করতে শুক্রবার সকালে থাইল্যান্ড যাত্রা করেছে বাংলাদেশ হকি দল। বেলা ১১.২০ মিনিটে বাংলাদেশের বিমানের একটা ফ্লাইটে দেশ ছাড়ে শিতুল-জমিরা।
বৃহস্পতিবার থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতাইয় তা সম্ভব হয়নি।
প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আসরটি সামনে রেখে প্রায় মাস দুয়েক ইরান থেকে কোচ এনে খেলোয়াড়দের টেনিংয়ের ব্যবস্থা করেছিল হকি ফেডারেশনের নতুন কমিটি।
টুর্নামেন্টে বাংলাদেশ পুল ‘এ’ থেকে লড়বে। যেখানে লাল-সবুজদের প্রতিপক্ষ ইরান, মালয়েশিয়া, ফিলিপাইন এবং থাইল্যান্ড। পুল ‘বি’-তে পড়েছে চাইনিজ তাইপে, কাজাখস্তান, মিয়ানমার, নেপাল, সিঙ্গাপুর এবং উজবেকিস্তান।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫ জুলাই উদ্বোধনী দিনেই নামবে বাংলাদেশ। সিক্স-এ সাইড টুর্নামেন্টে প্রথম অভিজ্ঞতা অর্জনের ম্যাচ এটি। এর পর ১৬ থেকে ১৮ জুলাই গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচে শিতুলদের প্রতিপক্ষ ইরান, ফিলিপাইন এবং স্বাগতিক থাইল্যান্ড। সবশেষ আসরে (২০১৭ সালে) ৮ দল অংশ নিলেও এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১১-তে।
বাংলাদেশ হকি দল : অসীম কুমার গোপ, আবু সাঈদ নিপ্পন, ইমরান হাসান পিন্টু, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল (অধিনায়ক), ফজলে হোসেন রাব্বি, সারওয়ার হোসেন, মইনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন ও রোমান সরকার।
প্রধান কোচ : হামিদরেজা বোখারাই।
কোচ : জাহিদ হোসেন রাজু।
ম্যানেজার : জামিল আবু নাসের।
নিউজওয়ার২৪.কম/এসডি
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল